chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মোংলায় সারবোঝাই লাইটার জাহাজ ডুবি, উদ্ধার ৮

মোংলা বন্দরের বহিনোঙ্গর এলাকায় সারবোঝাই এমভি শাহাজালাল এক্সপ্রেস নামক একটি লাইটার ডুবে গেছে। এসময় লাইটারের ৮ কর্মচারী সাঁতরিয়ে পাশের লাইটারে উঠতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার পর এই দুর্ঘটনা ঘটে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়,বন্দরের হাড়বাড়িয়া-৯ এ অবস্থানরত লাইবেরিয়ার পতাকাবাহী সারের জাহাজ এমভি ভীটা অলম্পিক নামক জাহাজ থেকে সারবোঝাই বোঝাই করে এমভি শাহাজালাল এক্সপ্রস নামক লাইটারটি। এরপর মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লাইটারটি পণ্য খালাসের জন্য যশোরের নোয়াপাড়া উদ্দ্যেশে রওয়ানা দেয়। কিছুদূর মোংলা বন্দরের বহি:নোঙ্গর হাড়বাড়িয়া-৮ এলাকায় এসে পৌঁছালে লাইটারের প্রোপেলারসেভ ভেঙে ঈঞ্জিন রুমে পানি ঢুকতে থাকে। এসময় লাইটারের ৮ কর্মচারী পার্শ্বে থাকা অন্য লাইটারে সাঁতরিয়ে আশ্রয় নেয়। কিছুক্ষণের মধ্যে লাইটারটি ডুবেযায়।

খবর পেয়ে রাতে উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের একটি অভিযানিক দল।

শাহীন মজিদ জানান, লাইটার ডুবির ঘটনা তদন্তে বুধবার সকালে বন্দরের হারবার বিভাগ ওই এলাকা পরিদর্শন করবেন। এর পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলেও জানান তিনি।

মআ/চখ

 

এই বিভাগের আরও খবর