chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আইডি হ্যাক রোধে কাউন্সিলদের সর্তক থাকতে বললেন মেয়র

আইডি হ্যাক করে জন্মনিবন্ধন সনদ ইস্যু নিয়ে আলোচনার মধ্যেই কাউন্সিলদের সর্তক থাকার বিষয়ে আহ্বান জানালেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। একই সঙ্গে সাইবার নিরাপত্তা সক্ষমতা বাড়াতে তাগিদ দিয়েছেন। 

সোমবার (২৩ জানুয়ারি) নগরের টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে কাউন্সিলদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী  শেখ হাসিনা তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে ব্যাপক বিনিয়োগ করে দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছে। বর্তমানে সরকারি সেবাসমূহকে ডিজিটালাইজ করায় মানুষ সহজে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই সিটি করপোরেশনের সেবা নিতে পারছে। তবে সারা বিশ্বজুড়েই সক্রিয় হ্যাকাররা ধরনের সেবাগুলোকে নানাভাবে বাধাগ্রস্ত করছে। সম্প্রতি হ্যাকাররা আমাদের বাংলাদেশের  রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের সার্ভার হ্যাক করেছে। হ্যাকাররা চট্টগ্রামে জাল জন্ম নিবন্ধন সনদ ইস্যু করার চেষ্টা করছে বলে জানতে পেরেছি। ধরনের সাইবার হুমকি মোকাবিলায় চসিকের সাইবার নিরাপত্তার সক্ষমতা বাড়াতে হবে। আমরা জন্ম নিবন্ধনসহ সব ধরনের অনলাইন সেবাদানকারী কর্মীদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণের আয়োজন করছি। এর পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলরদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি।

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, আইডি হ্যাকিংয়ের কারণে চসিক ভুক্তভোগী হলেও, মূলত ঢাকার সার্ভার থেকে এটি হ্যাকিং করা হয়েছে। বিষয়টি জানাজানির পর থানায় সাধারণ ডায়েরি মামলা দায়ের করেছেন।

প্রয়োজনে মেয়রের নির্দেশে কাউন্সিলরদের নিয়ে স্থানীয় পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হবে। দ্রুত এই সম্যাসা সমাধানের কথা জানান তিনি।

এসময় সভায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, আইটি কর্মকর্তা মো. ইকবাল হাসান, ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল, জহর লাল হাজারী, আবুল হাসনাত মো. বেলাল, লায়ন মো. ইলিয়াছসহ প্রমুখ বক্তব্য রাখেন।

 

আরকে/ চখ 

 

 

এই বিভাগের আরও খবর