chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ক্রিকেটার শরীফের চিকিৎসার জন্য ১০ লাখ দিল তামিম

ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার শরীফ ইসলামের চিকিৎসার জন্য তার বাবার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দিলেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

আজ রবিবার (২২ জানুয়ারি) বিকেলে তামিমের বনানীর বাসায় শরিফের বাবা শুক্কুর আলীকে নিয়ে যান জাতীয় দলের আরেক ক্রিকেটার তাসকিন আহমেদ। এরপর শরিফের বাবার হাতে ১০ লাখ টাকা তুলে দেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।

সেই সঙ্গে বলেছেন, দুশ্চিন্তা না করতে। দিয়েছেন পাশে থাকার আশ্বাসও। তাসকিন আহমেদ বলেছেন, খেলোয়াড়দের জানানো হয়েছে, সবাই সাহায্য করতে আগ্রহী।

এর আগে, শরিফ ইসলামের জন্য ৫ লাখ টাকা দেয় বিসিবি। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর পর্যবেক্ষণে এই ক্রিকেটারের চিকিৎসা চলছে।

শরিফের জন্য ভারতের অ্যাপোলো হাসপাতালে অ্যাপোয়েন্টমেন্ট নেয়ার কাজ চলছে। একইসাথে তার পাসপোর্টও করতে দেয়া হয়েছে। ঢাকায় প্রথম কেমো দেয়ার পর তাকে ভারতে নেয়া হবে।

উল্লেখ্য, ক্যানসার আক্রান্ত ক্রিকেটার শরীফ ইসলামের চিকিৎসা অর্থাভাবে বন্ধ হয়ে যাওয়ায় তাকে নিয়ে শঙ্কা তৈরী হয়। এরপর বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রচার করা হয়।

শরীফ সে সময় জানান তার খবরটি গুরুত্বের সঙ্গে প্রচার করা হলে বিসিবিসহ অনেকেই হয়তো মানবিক দিক বিবেচনায় এগিয়ে আসবে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর