chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২৪ ঘণ্টায় ১১ জনের করোনা শনাক্ত

সারাদেশে গেল ২৪ ঘন্টায় মোট ২ হাজার ৬৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ১১ জন করোনা রোগী শনাক্ত হয়। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪১ শতাংশ।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৭ হাজার ৪৪৪ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৮ শতাংশ।

রবিবার (২২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। সরকারি হিসাবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৪৪১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ১৯৯ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ ৯০ হাজার ৯৬০ জন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর