chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম হয়ে ভাসানচরে গেল আরও সাড়ে ৭শ রোহিঙ্গা

বাংলাদেশ নৌবাহিনীর ৩টি জাহাজে করে চট্টগ্রাম বোট ক্লাব জেটি থেকে শিশু, নারী, পুরুষসহ আরো ৭৫০ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।

রবিবার (২২ জানুয়ারি) দুপুরে এসব রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে গেছে জাহাজ তিনটি।

এর আগে ক্ক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে শনিবার রাতেই উখিয়া ডিগ্রি কলেজ মাঠে তাদের আনা হয়। আজ রবিবার ভোরে কয়েকটি বাসযোগে চট্টগ্রামের বি এফ শাহীন কলেজের কলেজ মাঠের অস্থায়ী ক্যাম্পে এনে রাখা হয় এসব রোহিঙ্গাদের।

এর আগে কয়েক ধাপে ৩১ হাজারের অধিক রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। ২০২০ সালের ৩ ডিসেম্বর থেকে শুরু হয় ভাসানচরে প্রথম ধাপে রোহিঙ্গা স্থানান্তর।

তারপর সেখানে যাওয়া রোহিঙ্গাদের কাছ থেকে সেখানকার উন্নত জীবনযাপনের খবরে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের আগ্রহ বেড়েছে ভাসানচরে বসবাস করতে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর