chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাবিনার মেয়ের বলিউডে অভিষেক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। দর্শকদের অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার তারই মেয়ে ‍ রাশা ট্যান্ডনের বলিউডে অভিষেক হচ্ছে।

জানা গেছে, অভিষেক কাপুর তার আগামী সিনেমার জন্য রাশাকে সাইন করিয়েছেন। তবে সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও রাশার চরিত্র কী হবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

এটুকু জানা যাচ্ছে, সিনেমায় রাশা কাজ করবেন সিংঘাম তারকা অজয় দেবগনের ভাইয়ের ছেলে আমান দেবগনের বিপরীতে। অজয়ও থাকছেন এ সিনেমায়। এতে অজয় ব্যতিক্রমী এক চরিত্রে অভিনয় করছেন, যে চরিত্রে এ জনপ্রিয় অভিনেতাকে আগে কখনও দেখা যায়নি। চলতি বছরের গ্রীষ্মকালে সিনেমার শুটিং শুরু হবে।

নির্মাতা অভিষেক কাপুর এর আগেও নতুনদের ব্রেক দিয়েছেন। তার হাত ধরেই বলিউডে সাড়া ফেলেছেন সুশান্ত সিং রাজপুত (প্রয়াত), ফারহান আখতার, রাজকুমার রাও, সারা আলি খান প্রমুখ।

নচ/চখ