chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আরএনবি ইন্সপেক্টর মাসুদুর রহমান ক্লোজড

চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় রেলওয়ের জায়গায় ভাসমান দোকান বসিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগ উঠেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) দায়িত্বরত কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে।

এনিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদও প্রচার হয়। এতে ক্ষীপ্ত হয়ে মঙ্গলবার (১৭ জানুয়ারি) সিআরবি এলাকা পরিদর্শণ করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

এসময় নানা রকম রকম অব্যবস্থাপনা তার নজরে আসে। তিনি রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) দায়িত্বরত মাসুদুর রহমান নামে এক সিআইকে ক্লোজ করার নির্দেশ দেন।

আরএনবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিআরবি এলাকা পরিদর্শণে এসে আশপাশে ভাসমান দোকান ও নানা অব্যবস্থাপনা দেখে ক্ষীপ্ত হয়ে রেলমন্ত্রী তাৎক্ষনিক এ সিদ্ধান্ত নেন।

সেই নির্দেশ অনুসারে বুধবার ওই সিআইকে ক্লোজড হওয়ার আদেশ দেওয়া হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর