chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ৯ ভবন মালিককে ১৮ লাখ টাকা জরিমানা

খুলশী থানার এয়াকুব ফিউচার পার্ক আবাসিক এলাকায় পরিবেশ ছাড়পত্র ছাড়াই বহুতল ভবন নির্মাণ করায় ৯ ভবন মালিককে ১৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

আগামী ১ সপ্তাহের মধ্যে এ জরিমানার টাকা ট্রেজারি চালানোর মাধ্যমে জমা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে থানায় মামলা করা হবে বলেও ওই আদেশে সতর্ক করা হয়।

অভিযুক্ত ভবনগুলো হলো, এয়াকুব ফিউচার পার্ক এলাকার ফিনলে প্রপার্টিজ লিমিটেড, ইঞ্জিনিয়ার হাইটস্, আবু সাঈদ, ফেয়ার ভিউ অ্যাপার্টমেন্ট, এস এম ভুঁইয়া টাওয়ার, এম এস এন্টারপ্রাইজ, সাঝের মায়া, স্বপ্নীল এবং এস এম বিল্ডার্স লিমিটেড নামের ৯ ভবন। প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়।

জরিমানার বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক। পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় এ জরিমানা করা হয় বলে জানান তিনি।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর