chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বুড়াকালী মন্দিরে গ্রীল কেটে প্রতিমার স্বর্ণ চুরি

পটিয়া উপজেলার সুপ্রাচীন মন্দির ” শ্রী শ্রী বুড়া কালী মন্দিরে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাত ২টা থেকে ৩টার মধ্যে চুরির ঘটনাটি ঘটে।

সংঘবদ্ধ চোরের দল উপজেলার ধলঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রায় সাতশ বছরের পুরনো মন্দিরের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে।

পরে মন্দিরে প্রতিষ্ঠিত প্রতিমার গলায় ও হাতে থাকা ৩০ ভরিরও বেশি স্বর্ণালংকার এবং দান বাক্স থেকে কমপক্ষে ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে মন্দির ও আশে পাশের সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে।

জানা গেছে, উপজেলার ৭শ বছরের পুরনো ধলঘাট ইউনিয়নের বুড়া কালী মন্দির। এখানে প্রতিদিন পুজা দিতে পটিয়া ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা আসেন।

প্রতিদিনের মত রাতে বুড়াকালী মন্দিরের গ্রীলে তালা লাগানো হয়। শুক্রবার রাত ২টার দিকে গ্রীল ও তালা ভেঙে এসব মালামাল নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, মন্দিরে থাকা সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সত্যতা পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর