chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিদ্যুৎ খাতে এসআলম গ্রুপের যাত্রা

জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে বাঁশখালীর  ১৩২০ মেগাওয়াট এসএস পাওয়ার প্লান্ট

এসআলম গ্রুপের তত্বাবধানে দেশের বেসরকারী খাতের  সবচেয়ে বড় বিদ্যুৎ প্লান্ট বাঁশখালীর এসএস পাওয়ার প্লান্ট থেকে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।

আজ শনিবার দুপুর ১টা ৫৬ মিনিটে জাতীয় গ্রিডের সঙ্গে পাওয়ার প্ল্যান্টটি আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয়। তবে মূল উৎপাদনে যেতে কমিশনিং শুরু হবে সোমবার থেকে। বিদ্যুৎকেন্দ্রটি মূল উৎপাদনে যাবে এপ্রিলে।

বঙ্গোপসাগরের কূলঘেঁষে বাঁশখালীর গন্ডামারা এলাকায় স্থাপিত বিদ্যুৎকেন্দ্রটি এস আলম গ্রুপ ও চীনের সেপকো থ্রির যৌথ মালিকানাধীন।

আজ বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিডের ৪০০ কেভি সঞ্চালন লাইনে যুক্ত করা হয়। এজন্য সরকার গঠিত ব্যাক ফিড কমিটির ৯ জন সদস্য শনিবার বাঁশখালী পৌঁছান। কমিটির প্রধান এবং পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ তথা পিজিসিবির প্রধান প্রকৌশলী মোরশেদ আলম খান সুইচ অন করে জাতীয় গ্রিডের সঙ্গে এর সংযোগ ঘটান।

মোরশেদ আলম খান বলেন, এসএস পাওয়ার প্ল্যান্ট আজকে জাতীয় গ্রিডের সাথে যুক্ত হলো। পর্যায়ক্রমে এই বিদ্যুৎকেন্দ্রের সবগুলো ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

এই বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কাজ ৯৭ শতাংশ শেষ হয়েছে বলে জানা গেছে। বাকি তিন শতাংশের মধ্যে রয়েছে রাস্তা ও নালা তৈরির কাজ।

এসএস পাওয়ার প্ল্যান্টের পরিচালক ও এস আলম গ্ৰুপের পরিচালক শহীদুল আলম বলেন, ‘এটি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হলেও সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কারণে পরিবেশ দূষণের সম্ভাবনা নেই। এই প্রযুক্তিতে কম কয়লা পুড়িয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাবে।’

জানা যায়, বিদেশি ব্যাংকের অর্থায়ন, বেসরকারি খাতের বিনিয়োগে বড় কয়লা বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশে এটাই প্রথম।

 

সাআ / চখ

 

 

এই বিভাগের আরও খবর