chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বহিষ্কার হয়েও পরীক্ষা দিলেন চবি ছাত্রলীগের কর্মী

একদিন আগে দুই উপগ্রুপের সংঘর্ষের ঘটনায় বহিস্কার হয়েও তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী মাহমুদুল হাসান ইলিয়াস।

বুধবার (জানুয়ারি) দেড়টায় কলা ও মানববিদ্যা অনুষদের ৪২০ নম্বর কক্ষে তিনি ৩০৯ নম্বর কোর্সের পরীক্ষা দেন।

মাহমুদুল হাসান বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের উপপক্ষ সিক্সটি নাইনের কর্মী।

গত ৫ ও ৬ জানুয়ারি রাতে দুই উপগ্রুপের সংঘর্ষে চবি শাখা ছাত্রলীগের ১১ নেতাকর্মী আহত হন। সংঘর্ষ থামাতে গিয়ে আরও আহত হন সহকারী প্রক্টর শহিদুল ইসলাম। এ ঘটনায় মাহমুদুল হাসানসহ ৬ শিক্ষার্থীকে ১ বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সংঘর্ষ, ভাঙচুর, মারামারি ও সাংবাদিক হেনস্থাসহ বিভিন্ন ঘটনায় ছয়টি সিদ্ধান্তে মোট ১৮ জনের বহিষ্কারাদেশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স এবং হেলথ অ্যান্ড ডিসিপ্লিন সভা। এদের মধ্যে ১৭ জন ছাত্রলীগ কর্মী।

গত সোমবার জুম মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মঙ্গলবার দিবাগত রাত ১২টায় লিখিত আদেশ তৈরি করে এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর