chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পুকুর ভরাট করে জরিমানা গুনলো লাখ টাকা

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুর ভরাট করার দায়ে হাসানুজ্জামান (৫৫) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ জানুয়ারি) উপজেলার চিকনদন্ডী ইউনিয়নে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়েছে।

উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলমের নেতৃত্বে ভাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এর আগে গতকাল পুকুর ভরাটের বিষয়ে বেশ কিছু তথ্যের পর তদন্তে নামে উপজেলা প্রশাসন।
এসময় অভিযানে পুকুরের এক চতুর্থাংশ ভরাটের বিষয়টি ‍উঠে আসে। পরে মালিকপক্ষের মধ্যে হাসানুজ্জামান নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের দায়ে ওই ব্যক্তিকে জরিমানা করা হয়।

এ বিষয়ে ইউএনও) মো. শাহিদুল আলম বলেন, পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাট করার দায়ের জরিমানা করা হয়েছে। জলাধার ভরাট, পাহাড় কাটা ও কৃষি জমির টপসয়েলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে। অনিয়ম পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরকে/মআ/চখ

এই বিভাগের আরও খবর