chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বেহুন্দি ও টং জাল নিয়ে জাটকা নিধনকালে দুই বোট জব্দ,জরিমানা

বঙ্গোপসাগরের আকমল আলী ঘাট, দক্ষিণ কাট্টলী ঘাট ও গহীরা অঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করে জাটকা ভর্তি দুটি বোট জব্দ করা হয়েছে। অবৈধ জাল দিয়ে জাটকা নিধনের দায়ে বোটগুলো জব্দ করা হয়।

এসময় বোটের মালিকসহ ৪ জনকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করে ম্যাজিস্ট্রেট।

আজ শুক্রবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সাথে থেকে বাংলাদেশ নেভী, বাংলাদেশ কোস্টগার্ড ও জেলা মৎস্য দপ্তের কর্মকর্তারা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, অবৈধ জাল দিয়ে জাটকা নিধনের গোপন খবরে দিনব্যাপী পৃথক অভিযান পরিচালনা করা হয়।

এসময় দুইটি বোট জব্দ করা হয় এবং একটি বোটে আনুমানিক চল্লিশ কেজি জাটকা, বিশটি বেহুন্দি জাল ও তিনটি টং জাল আটক করা হয়। বোটের মালিকসহ ৪ জনকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি বোটগুলো জব্দ করা হয়।

জালগুলো পরবর্তীতে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব ড. জোবায়দুল কবীর, জেলা মৎস্য জরীপ কর্মকর্তা মাহবুবুর রহমান, বাংলাদেশ নেভী এবং বাংলাদেশ কোস্টগার্ড কর্মকর্তাদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর