chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২২ জনের , ১৫ জনই ঢাকায়

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি দেশে । আগের দিন দেশে ২১ জনের করোনা শনাক্ত হয়। ওই দিনও করোনায় কারও মৃত্যু হয়নি।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে,  নতুন যে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে ঢাকা বিভাগের ১৫ জন। বাকিদের মধ্যে পাঁচজন রাজশাহী, একজন খুলনা ও একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ৪ হাজার ৮১৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৬। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৬২।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১১৯ জনসহ সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার ২৬১ জন। আর দেশে করোনায় মারা গেছেন ২৯ হাজার ৪৪০ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে।

 

সাআ / চখ

 

এই বিভাগের আরও খবর