chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২০২৩ সালে কবে ৩ দিনের ছুটি মিলতে পারে

ব্যস্ত জীবনে টানা দু-তিন দিনের ছুটি যেন সঞ্জীবনী সুধার মতো। বছরের শুরুতেই কর্মজীবী মানুষেরা সরকারি ছুটির পঞ্জিকায় আগ্রহে চোখ বোলান। কখন একটু বেশি সময় ছুটি আছে, নিদেনপক্ষে দুই বা তিন দিন—দেখে বর্ষ পরিকল্পনা সাজাতে চেষ্টা করেন। বিয়ের অনুষ্ঠান, পারিবারিক সম্মিলন, আত্মীয়স্বজনের বাড়ি যাওয়া কিংবা দূরে কোথাও ঘুরতে যাওয়ার মতো পরিকল্পনার জন্য একটু লম্বা ছুটির দরকার। একনজরে দেখে নিতে পারেন ২০২৩ সালের বড় ছুটির দিনগুলো।

  • ২৪-২৬ মার্চ (৩ দিন): ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পড়েছে এবার রবিবার। আগের দুদিন, অর্থাৎ শুক্রবার ও শনিবার, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মোট ছুটি হয়ে যাচ্ছে ৩ দিন।
  • ঈদুল ফিতর (৩ দিন): ২২ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হওয়ার কথা। সরকারি ছুটির দিন হিসেবে এদিন শনিবার। ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। মোট তিন দিনের ছুটি। তবে আরবি বর্ষের শাওয়াল মাসের চাঁদ ওঠার ওপর নির্ভর করে ছুটির দিনে পরিবর্তন আসতে পারে।
  • ৪-৬ মে (৩ দিন): ৪ মে বুদ্ধপূর্ণিমা। ছুটি এক দিনের। সেই দিনটি পড়েছে বৃহস্পতিবার। পরবর্তী দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে মোট তিন দিনের ছুটি উদ্‌যাপনের একটি পরিকল্পনা করতেই পারেন।
  • ঈদুল আজহা (৩ দিন): ২৯ জুন ঈদুল আজহা। ঈদুল ফিতরের মতো ঈদের আগের ও পরের দিনসহ ঈদুল আজহার মোট ছুটি ৩ দিন।
  • ২৮-৩০ সেপ্টেম্বর (৩ দিন): ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.)। সরকারি ছুটির বর্ষপঞ্জিতে এদিন বৃহস্পতিবার। পরের দুই দিন সাপ্তাহিক ছুটি। তাহলে মোট ছুটি দাঁড়াচ্ছে ৩ দিন। তবে আরবি বর্ষের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ ওঠার ওপর নির্ভর করে ছুটির দিনে পরিবর্তন আসতে পারে।

 

এই বিভাগের আরও খবর