chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আর্জেন্টিনা দল আসছে বাংলাদেশে

লাল-সবুজের বাংলাদেশে আসছে আর্জেন্টিনা কাবাডি দল। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে অংশ নিতে আগামী মার্চে ঢাকায় আসবে দলটি।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ জানিয়েছেন, আগামী ১১ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে।

এবারের টুর্নামেন্টে বাংলাদেশসহ ১২টি দেশ অংশ নেবে। এই আসরে অংশগ্রহণের নিশ্চয়তা দিয়েছে আর্জেন্টিনা কাবাডি দল।

স্বাগতিক বাংলাদেশ ও আর্জেন্টিনা ছাড়াও ১২ দলে থাকছেন চাইনিজ তাইপে, ইংল্যান্ড, ইরাক, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া, নেপাল, পোল্যান্ড, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের প্রথম দুটি আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার লাল-সবুজ বাহিনীর সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ।

জানা গেছে আর্জেন্টিনা কাবাডি দলের গত বছরের মার্চে টুর্নামেন্টের দ্বিতীয় আসরেই আসার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত স্পনসর জোগার করতে না পারায় সেটা সম্ভব হয়নি। তবে এবার আর সেই সমস্যা হবে না বলে জানিয়েছেন আয়োজকেরা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর