chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আমির খসরু মাহমুদসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ ৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

প্লট জালিয়াতি ও নকশা বহির্ভূতভাবে হোটেল সারিনা নির্মাণের অভিযোগে সোমবার (২৬ ডিসেম্বর) মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার।

মামলার অন্য আসামিরা হচ্ছেন- আমির খসরুর স্ত্রী তাহেরা খসরু আলম, শ্যালিকা সাবেরা সরোয়ার নীনা ও তার স্বামী গোলাম সরোয়ার এবং রাজউকের নকশা অনুমোদন শাখার বিল্ডিং ইন্সপেক্টর আওরঙ্গজেব নান্নু।

সংবাদ সম্মেলনে দুদক সচিব জানান, ১৯৯৫ থেকে ২০০১ সালে আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট থাকাকালে বনানী এলাকার ১৭নং রোডের ২৭নং প্লটটি সিএসই’র নামে নিলাম ক্রয় করে।

পরে আমির খসরু ভায়রার প্রতিষ্ঠানকে ডেভেলপ হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু চুক্তি মোতাবেক ৫টি ফ্লোরের পরিবর্তে সিএসইকে ৪টি ফ্লোর দিয়ে একটি ফ্লোরের টাকা আত্মসাৎ করে আসামিরা।

সেখানে আরও বলা হয়, একইসাথে নিজস্ব মালিকানায় হোটেল সারিনা নির্মাণ করে তারা। পাশাপাশি ১৫ তলা নকশার অনুমোদন থাকলেও ২২ তলা নির্মাণ করে।

এছাড়া পাশেই বসতি টাওয়ার ১৫ তলা নকশার স্থলে ২১তলা ভবন নির্মাণ করে বলেও মামলার এজহারে বলা হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর