chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দলকে সুসংগঠিত করা ও দেশ পরিচালনা কঠিন কাজ: প্রধানমন্ত্রী

দলকে সুসংগঠিত করা ও দেশ পরিচালনা কঠিন কাজ। সভাপতির দায়িত্ব মাথা পেতে নিচ্ছি। তবে দলে নতুন নেতৃত্ব আসা দরকার।

টানা ১০ বারের মতো আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন মন্তব্য করেন।

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আওয়ামী লীগের ২২তম সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দলের নতুন কমিটি ঘোষণা করা হয়।

এতে আর টানা তৃতীয়বারের মতো দলটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। পূর্বে চার যুগ্ম সম্পাদক অপরিবর্তিত।

এছাড়াও সুজিত রায় নন্দী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। বাকি সাতজন সাংগঠনিক সম্পাদক অপরিবর্তিত রয়েছেন।

অন্যদিকে, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে আমিনুল ইসলাম আমিনের নাম।ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দপ্তর সম্পাদক পুননির্বাচিত হয়েছেন।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন শেখ হাসিনা।

সেখানে প্রথম অধিবেশন শেষে বিকেল তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর