chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাটহাজারীতে লাখ টাকা জরিমানা গুনল ভূয়া চিকিৎসক হালিম

হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে আবদুল হালিম নামে এক ভূয়া চিকিৎসককে আটকের পর তার কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম।

তিনি জানান, তাদের কাছে স্থানীয় কয়েকজন অভিযোগ করেন হালিম নাকের পলিপ ও আঁচিল খুব অল্প সময়ের মধ্যেই সারিয়ে তোলার খবর প্রচার করে মানুষকে নানাভাবে ধোঁকা দিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছেন।

এমন খবরে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ শিকার করে নেওয়ায় হালিমকে ‘মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২’ মোতাবেক ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি তার চেম্বার বন্ধ করে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আফসারকে মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর