chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রেখে জরিমানা গুনল ৬ ফার্মেসী

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের বিভিন্ন ঔষধ বিক্রেতা প্রতিষ্ঠানে যৌথভাবে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর।

আজ রবিবার (১৮ ডিসেম্বর) পরিচালিত এ অভিযানে বিভিন্ন ফার্মেসী থেকে বিপুল পরিমাণ অনুমোদনহীন বিদেশী ঔষধ, মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং ফিজিশিয়ানস স্যাম্পল লেখা ঔষধ জব্দ করা হয়।

অভিযানে ৬ ফার্মেসীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে অধিদপ্তর। তাছাড়া জব্দকৃত মালামাল জনসমক্ষে বিনস্ট করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এসময় সাথে ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর এর তত্ত্বাবধায়ক মো. শাখাওয়াত হোসেন আকন্দ।

অভিযানে অর্থদণ্ড পাওয়া ফার্মেসীগুলো হলো, রাইসা মেডিকেল হল, একুশে ড্রাগ হাউজ, জমজম ফার্মেসী, বি কে ফার্মেসী, জনতা ড্রাগ হাউজ, সাহান মেডিকো।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান বলেন ” আমি নতুন যোগদান করেছি। বিভিন্ন বিষয়ে আমরা খোজ খবর নিচ্ছি।

ভেজাল, অনুমোদনহীন এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ, প্রশাধনী, শিশুখাদ্য সহ সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। ভবিষ্যতে আরো বড় অভিযান চালানো হবে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর