chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীতে দুই রোহিঙ্গার কাছে মিলল ১৬শ ইয়াবা

চট্টগ্রামের বোয়ালখালী থানা পুলিশের বিশেষ অভিযানে দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আজ শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার আরকান সড়কের এন.মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রির সামনে থেকে এসব ইয়াবাসহ তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, শরণার্থী মৃত সোনা মিয়ার ছেলে সৈয়দ আলম (২১) ও নুর মোহাম্মদের ছেলে নুর আলম (১৯)। তারা কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসা সৈয়দ আলম ও নুর আলমকে আটক করে তাদের শরীর তল্লাশি করলে পকেটে পলিথিন মোড়ানো ১৬শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

আটককৃত সৈয়দ আলমের বিরুদ্ধে গত বছরে ১ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নগরীর বাকলিয়া থানায় একটি মামলা রয়েছে জানা গেছে।

বোয়ালখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুর রাজ্জাক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর