chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চাকরি দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পদ সংখ্যা ৭৭

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদের আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুত সমিতিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তিন ক্যাটাগরির পদে মোট ৭৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সহকারী জেনারেল ম্যানেজার (ওঅ্যান্ডএম/পিঅ্যান্ডএম/ইঅ্যান্ডসি)

পদ সংখ্যা: ২১

যোগ্যতা: ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৪–এর স্কেলে অন্তত ৩.০০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫–এর স্কেলে ৩.৫০ অথবা ডিপ্লোমা বা সমমান পরীক্ষায় সিজিপিএ ৪–এর স্কেলে ৩ থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

বেতন: প্রথম এক বছর প্রবেশনকালীন মাসিক বেতন ৪১,৮০০ টাকা। প্রবেশনকাল শেষে নিয়মিত হলে মাসিক বেতন হবে ৪৩,৫০০ টাকা। এ ছাড়া বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা দেওয়া হবে।

পদের নাম: সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা)

পদ সংখ্যা:

যোগ্যতা: অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/অ্যাপ্লায়েড ফিজিকস/ফিজিকসে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৪-এর স্কেলে অন্তত ৩.০০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫-এর স্কেলে ৩.৫০ অথবা ডিপ্লোমা বা সমমান পরীক্ষায় সিজিপিএ ৪-এর স্কেলে ৩ থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

বেতন: প্রথম এক বছর প্রবেশনকালীন মাসিক বেতন ৪১,৮০০ টাকা। প্রবেশনকাল শেষে নিয়মিত হলে মাসিক বেতন হবে ৪৩,৫০০ টাকা। এ ছাড়া বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা দেওয়া হবে।

পদের নাম: মিটার টেস্টার

পদ সংখ্যা: ৪৯

যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস। এসএসসি ও এইচএসসি জিপিএ ৫-এর স্কেলে ৩.৫০ অথবা ডিপ্লোমা বা সমমান পরীক্ষায় সিজিপিএ ৪-এর স্কেলে ৩ থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল-এর কাজ জানতে হবে।

বেতন: প্রথম এক বছর প্রবেশনকালীন মাসিক বেতন ১৮,৩০০ টাকা। প্রবেশনকাল শেষে নিয়মিত হলে মাসিক বেতন হবে ১৯,২২০ টাকা। এ ছাড়া বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা দেওয়া হবে।

আবেদনের নিয়ম

পদগুলোতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://brebhr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ২৯ ডিসেম্বর, ২০২২ তারিখ বিকেল ৫টা।

মআ/চখ

 

এই বিভাগের আরও খবর