chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম বন্দরে এলো পদ্মার রেল সেতুর প্রকল্পের ১৫ বগি

আগামী বছরের জুনে পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হবে। এই প্রকল্পের অধীনে রেল চীন থেকে ১৫ টি বগি চট্টগ্রামে বন্দরে এসে পৌঁছেছে। প্রাথমিকভাবে আসা এসব কোচের মধ্যে ২টি শীতাতপ নিয়ন্ত্রিত, ৪ টি নন-এসি চেয়ার, ৬টি শোভন চেয়ার, ২ টি ডাইনিং রেক সংযুক্ত কোচ এবং একটি পাওয়ার কার রয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গেল শনিবার আসা এসব জাহাজ বন্দরের ১২ নম্বর জেটিতে খালাস করা হয়। আগামী কয়েক মাসের মধ্যে  এই প্রকল্পের আরও ৮৫ টি বগি বন্দরে এসে পৌঁছাবে। নগরের হালিশহরের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) এসব  রাখা হয়েছে। সেখান থেকে ঢাকার পাঠানো হবে।

রেলওয়ে সূত্র জানায়, ‘পদ্মা সেতু রেল লিংক প্রকল্প’ তিন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ঢাকা হয়ে মাওয়া এবং মাওয়া হয়ে ফরিদপুরের ভাঙ্গা এবং ভাঙ্গা হয়ে যশোর পর্যন্ত রেললাইনের কাজ চলছে। এসব রুটের জন্য চীন থেকে আনা হচ্ছে ১০০টি ব্রডগেজ রেল-কোচ। কোচগুলো তৈরি করেছে চীনের সিআরইসি তাংশান কোম্পানি লিমিটেড।

 

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর