chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুর্বল হয়ে গেছে ঘূর্ণিঝড় মানদৌস, বাড়ছে শীতের আভাস

দক্ষিণ–পশ্চিম বঙ্গোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মানদৌস’ ভারতের তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়েছে।

গত শুক্রবার রাতে সেখানে আঘাত হানা ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দিকে অগ্রসর না হলেও এর প্রভাবে দেশজুড়ে শীত জেঁকে বসার আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

গতকাল শনিবার আবহাওয়া অধিদপ্তর জানায়, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তাপমাত্রা কমতে শুরু করবে এবং তীব্র শীত অনুভূত হবে। সেই সঙ্গে দেশের কোথাও

কোথাও শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে নিম্নচাপ আকারে ভারতের তামিলনাড়ুতে অবস্থান করছে। এবার পুরোপুরিভাবে শীত পড়া শুরু করবে। শুক্রবার দেশের সর্ব উত্তরের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

চখ/ জুইম

এই বিভাগের আরও খবর