chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শিক্ষক নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

উচ্চশিক্ষার এ প্রতিষ্ঠানটি তিন বিভাগে শিক্ষক নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

১. পদের নাম: প্রভাষক
বিভাগ: দর্শন
পদসংখ্যা: ৩

২. পদের নাম: অধ্যাপক
বিভাগ: গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
পদসংখ্যা: ১

৩. পদের নাম: সহযোগী অধ্যাপক
বিভাগ: মাইক্রোবায়োলজি
পদসংখ্যা: ১

যেভাবে আবেদন করতে হবে:

শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপি, সব গবেষণা প্রবন্ধ বা প্রকাশনার কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত প্রতিলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন কপি সত্যায়িত রঙিন ছবি যুক্ত করে অনলাইনে দাখিলকৃত আবেদন ফরমের প্রিন্ট কপিসহ আবেদনপত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা সরাসরি পৌঁছাতে হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল ও সাধারণ শর্তসহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি এবং অনলাইনে আবেদন করার বিস্তারিত নিয়ম বিশ্ববিদ্যালয়ের এ ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন ফি
অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য ৯০০ টাকা এবং প্রভাষক পদের জন্য ৬০০ টাকা শিউর ক্যাশ/নগদ/রকেটের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

আবেদনের শেষ সময়: অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য আগামী ১৫ জানুয়ারি এবং প্রভাষক পদের জন্য ২৬ ডিসেম্বর।

এই বিভাগের আরও খবর