chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে নির্বাহী আদেশ দিচ্ছেন ট্রাম্প

সামাজিক যোগাযোগমাধ্যমের সংস্থাগুলোর ওপর একটি নির্বাহী আদেশে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করবেন বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। এরপরই হোয়াইট হাউজের পক্ষ থেকে এমনটি জানানো হলো।

মার্কিন নির্বাচন নিয়ে একটি পোস্টকে কেন্দ্র করে সম্প্রতি টুইটারের সঙ্গে বিরোধ শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নির্বাচন সংশ্লিষ্ট ট্রাম্পের একটি পোস্টকে টুইটার বিভ্রান্তিকর তথ্য বলে ট্রাম্পকে সতর্ক করে দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কিত নতুন এই নির্বাহী আদেশে কি বলা হবে সেটি এখনো নিশ্চিতভাবে কেউ বলতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে টুইটারের সঙ্গে ওই বিরোধের জেরে নির্বাহী আদেশ সামাজিক যোগাযোগমাধ্যম সংস্থাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্বাহী আদেশ হলে বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদন লাগে না।

এই বিভাগের আরও খবর