chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শিশু মাইশা মৃত্যু: মামলা খেল তিন চিকিৎসক

হাতের আঙুলে অস্ত্রোপচারের সময় মারা যাওয়া কুড়িগ্রামের ছয় বছর বয়সী শিশু মারুফা জাহান মাইশার মৃত্যুর ঘটনায় তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানী রুপনগর থানায় মামলা করেন মাইশার বাবা কুড়িগ্রাম পৌরসভার বাসিন্দা মোজাফফর হোসেন।

মামলায় আসামি করা হয়েছে আলম মেমোরিয়াল হাসপাতালের ডা. আহসান হাবিব, সার্জারি চিকিৎসক শরিফুল ইসলাম ও এনেস্থিসিয়া চিকিৎসক ডা. রনিকে।

সোমবার (৫ ডিসেম্বর) হাসপাতালসহ চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে ঢাকায় আসেন মাইশার বাবা। ওইদিন দুপুরে রাজধানীর রূপনগর থানায় অভিযোগ জমা দেন তিনি। পরে সেটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ।

এ বিষয়ে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল রহমান সরদার বলেন, মাইশার মৃত্যুর ঘটনায় তার পরিবার থানায় মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

শিশু মারুফা জাহান মাইশাকে ঢাকার যে হাসপাতালে ভর্তি করা হয় সেটি অনুমোদন ছাড়াই চলছিল। তার মৃত্যুর পর থেকে রাজধানীর রূপনগরের আলম মেমোরিয়াল হাসপাতালটির সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর