chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জিপিএ-৫ ও শতভাগ পাসের সাফল্য পেয়েছে মমতা স্কুল এন্ড কলেজ

২০২২ এ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মমতা স্কুল এন্ড কলেজ জিপিএ-৫ অর্জন সহ শতভাগ পাসের সাফল্য অর্জণ করেছে। সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মমতা স্কুল এন্ড কলেজ হতে মোট ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এর সফলতা লাভ করে। মমতা স্কুল এন্ড কলেজের এ সাফল্যে মমতা পরিবারের পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।

উত্তীর্ণকৃত শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে মমতা স্কুল এন্ড কলেজে সম্প্রতি এক বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদেরকে মমতা’র পক্ষ হতে বিশেষ স্যুভেনিয়র প্রদান করেন প্রধান অতিথি মমতা’র প্রধান নির্বাহী আলহাজ¦ রফিক আহামদ। এসময় উপস্থিত ছিলেন উপ-প্রধান নির্বাহী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ফারুক, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, মমতার সহকারী পরিচালক, মমতা স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা।

মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে কাজ করছে মমতা এবং অনগ্রসর জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষার সুযোগ প্রদানে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি এর কার্যক্রম পরিচালনা করে। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ধারাবাহিকত সফলতা অত্র এলাকায় শিক্ষার প্রসারে বিশেষ ভুমিকা রাখবে।’
উল্লেখ্য যে, সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষত; শ্রমজীবী মানুষদের সন্তানদের শিক্ষার সুবিধা নিশ্চিত করতে নগরীর বন্দরটিলার আকমল আলী রোডে বেসরকারী উন্নয়ন সংগঠন মমতা স্কুল এন্ড কলেজের মাধ্যমে শিক্ষার কার্যক্রম পরিচালনা করছে।

এই বিভাগের আরও খবর