chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পলোগ্রাউন্ড জনসমুদ্রে রুপ নিবে: নাছির

আগামী ৪ ডিসেম্বর নগরের পলোগ্রাউন্ডে আওয়ামী লীগের জনসমাবেশ জনসমুদ্রে রুপ নিবে বলে জানালেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

 

তিনি বলেন, প্রায় ১১ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম আসছেন। এই সমাবেশে আ. লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষ ছুটে আসবে। বিপুল মানুষের গণজমায়েতের কারণে পলোগ্রাউন্ড মাঠ ছাপিয়ে আশেপাশের এলাকাও জনসমুদ্রে পরিণত হবে।

 

রোববার (২৭ নভেম্বর) সকালে সমাবেশকে সামনে রেখে নগরের ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ড আ. লীগের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়। এর আগে নগরের দেওয়ানহাট এলাকায় এক সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

 

তিনি এসময় সমাবশে সফল করতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কাজ করে যাওয়ার কথা তুলে ধরেন।

 

এসময় চট্টগ্রাম মহানগর আ. লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর চৌধুরী হাসান মুহাম্মদ হাসনী ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর