chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চারুকলাকে ক্যাম্পাসে ফেরানোর দাবিতে শিক্ষার্থীদের প্রতীকি ক্লাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবিতে দীর্ঘদিনের আন্দোলনের মুখে এবার মূল ক্যাম্পাসে প্রতীকি ক্লাস করেছেন শিক্ষার্থীরা৷

রবিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়েi বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নিয়ে তাঁরা ক্লাস শুরু করেন৷ সেখানে শিক্ষার্থীরা ছোট ছোট দলে ভাগ হয়ে মাটিতে বসেন। তাদের হাতে ছিল খাতা ও পেন্সিল। খাতায় বিভিন্ন প্রাণী, স্থাপনা ও মানুষের অবয়ব ফুলে তুলেছেন। এসময় তাদের সামনে ছিল বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড।

সেখানে লেখা ছিল, “ফিরে এসো চারুকলা, ২১০০ একরে চারুকলা কই, কলেজ নয় বিশ্ববিদ্যালয় চাই, ২১০০ একর জানে না চারুকলার ঠিকানা” ইত্যাদি সমৃদ্ধ স্লোগান। চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহীম বলেন, তাদের আন্দোলনের ২৫ দিন পার হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসে ফিরিয়ে আনা না হলে কঠোর আন্দোলনে যাবেন। আরকে শিক্ষার্থী নাফিসা তালুকদার বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে প্রতীকি ক্লাস অব্যাহত থাকবে। একই সঙ্গে চারুকলা ইনস্টিটিউটে অবরোধ কর্মসূচি চালু থাকবে৷

উল্লেখ্য, গেল ১৬ নভেম্বর থেকেই মূল ক্যাম্পাসে চারুকলা ইনস্টিটিউটের ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। দাবির মুখে ওই ইনস্টিটিউটের পাঠদান কার্ক্রম অচল হয়ে পড়ে। এর আগে ২০ নভেম্বর চারুকলা ইনস্টিটিউটের পরিচালক ও একজন সহকারী প্রক্টরসহ ১২ শিক্ষককে নয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা৷ আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকেরা চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের কাগজপত্র নেবেন বলে ইনস্টিটিউটের ভেতরে ঢুকতে চান। এ কারণে শিক্ষার্থীরা তালা খুলে দেন। কিন্তু স্থানান্তরের কাগজপত্র না নিয়ে শিক্ষকেরা তাঁদের ব্যক্তিগত কাগজপত্র নিয়ে যাচ্ছিলেন। তাই তাঁরা অবরুদ্ধ করে রেখেছিলেন।

 

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর