chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৩

সারাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২৩ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৫১১ জনে।

তবে এসময়ে নতুন করে দেশের কোথাও করোনায় কেউ মারা যায়নি। এতে মোট মৃত্যু ২৯ হাজার ৪৩১ জনে অপরিবর্তিত থাকল।

আজ শনিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৫ হাজার ৪৯৯ জন।

গত ২৪ ঘন্টায় বিভিন্ন ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৬১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২ হাজার ২৮৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০১ শতাংশ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর