chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মেক্সিকোতে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২২ নভেম্বর) এ ভূ-কম্পন আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে এ তথ্য।

ইউএসজিএস আরও জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাজা ক্যালিফোর্নিয়ার লাস ব্রিসাসের ৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের ফলে প্রাথমিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ওই অঞ্চলের গভর্নর মেরিনা দেল পিলার আভিলা টুইটারে বলেছেন, বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যে ভূমিকম্পের কারণে কোনও ক্ষতি হয়েছে কিনা তা তদন্ত করছে কর্তৃপক্ষ।

এদিকে, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। এখনও নিখোঁজ রয়েছেন ১৫১ জন। সোমবার (২১ নভেম্বর) জাভা দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

দুই দিন ধরে ধ্বংসস্তূপে চাপা পড়া লোকজনকে উদ্ধারে কাজ করছে দেশটির ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবী সংগঠনসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে অধিকাংশই শিশু।

অপরদিকে, তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের দুযজে প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্প অনুভূত হয়েছে ইস্তাম্বুল ও আঙ্কারাতেও। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এসব তথ্য। তুরস্কের দুর্যোগ প্রশমন সংস্থা (এএফএডি) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ভোর ৪ টা ৮ মিনিটে এ ভূ-কম্পন হয়।

সূত্র: রয়টার্স

মআ/চখ

 

এই বিভাগের আরও খবর