chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতের বনাম বাংলাদেশের তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার আসন্ন সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ। সফরসূচীতে সামান্য পরিবর্তন এনেছে সেটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবার কথা ছিলো সিরিজের তৃতীয় ওয়ানডে। তৃতীয় ওয়ানডের ভেন্যু পরিবর্তন করা হলেও তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দু’টি ম্যাচ সূচি অনুযায়ী মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।

পহেলা ডিসেম্বর ঢাকায় আসবে ভারত ক্রিকেট দল। সফরে দু’টি টেস্ট ম্যাচও খেলবে তারা। আইসিসি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজটি।
২০১৫ সালের পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবার বাংলাদেশ সফরে আসছে ভারত।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে- ৪, ৭ ও ১০ ডিসেম্বর। সবগুলো ম্যাচই দিবা-রাত্রির। দুপুর ১২টায় শুরু হবে সবগুলো ওয়ানডে ম্যাচ।

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। ২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। টেস্ট ম্যাচ শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে।২৭ ডিসেম্বর বাংলাদেশ ছাড়বে ভারত দল।

এই বিভাগের আরও খবর