chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কাপ্তাইয়ে ১২ ফুট লম্বা অজগর সাপ অবমুক্ত

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে প্রায় ১২ ফুট ৭ইঞ্চি লম্বা একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।

আজ সোমবার দুপুর ২টায় সাপটি অবমুক্ত করা হয়। সাপটির ওজন ১৫ কেজি।

চট্টগ্রাম বন একাডেমির পরিচালক ও বন সংরক্ষক মো. রেজাউল করিম মোল্লার উপস্থিতিতে বনবিভাগের কর্মীরা অজগরটি গভীর অরণ্যে অবমুক্ত করেন। এ সময় কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ, কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন ও বনবিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

গত রোববার সাপটিকে রাঙামাটি জেলা টিচার ট্রেনিং সেন্টার (টিটিসি) প্রাঙ্গন থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক।
উল্লেখ্য, গত ৬ মাসে উদ্ধার করা বিরল প্রজাতির ২টি বানর, ৯টি সাপ, ৪টি ময়না, ১টি হরিণ ও একটি লজ্জাবতী বানর কাপ্তাই জাতীয় উদাানে অবমুক্ত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর