chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সেতুমন্ত্রীর ছবি বিকৃতি করে ফেসবুকে পোস্ট: কারাগারে যুবক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে পোস্ট দেয়ার অভিযোগে ইজিবাইক চালক এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে পুলিশ তাকে আটক করে। আটক যুবকের নাম মো. স্বপন মিয়াজী। সে উপজেলার বেগমপুর গ্রামের আবুল হোসেন মিয়াজীর ছেলে বলে জানা গেছে।

আজ রবিবার (২০ নভেম্বর) রাতে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক যুবক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে ফেসবুকে প্রচার করে।

এতে ওবায়দুল কাদেরসহ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ এনে শনিবার (১৯ নভেম্বর) রাতে কলাকান্দা ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

অভিযোগ পেয়ে শনিবার রাতে তাকে আটক করা হয়। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বললেন ওসি।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর