chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘বীরকন্যা প্রীতিলতা’ মুক্তি পাচ্ছে শুক্রবার

ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত প্রদীপ ঘোষ প্রযোজিত ও পরিচালিত চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’ আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

বাংলাদেশ সরকারের আর্থিক অনুদানে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে ‘বীরকন্যা প্রীতিলতা’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। এ চলচ্চিত্রের নির্মাণ ব্যয় হয়েছে ৯৬ লাখ টাকা।

পরিচালক জানান- এ চলচ্চিত্রে প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা এবং বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করেছেন কামরুজ্জামান তাপু। কল্পনা দত্ত চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রাণী ঘটক।সংগীত পরিচালনা করেছেন শিল্পী বাপ্পা মজুমদার।

এই বিভাগের আরও খবর