chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২৪ ঘন্টায় শনাক্ত ৩৮,ঢাকায় ৩৫

দেশে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৫ জনই ঢাকা বিভাগের। বাকি ৩ জনের ২ জন রাজশাহী এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৩৬ হাজার ৩০৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১ দশমিক শূন্য ৫ শতাংশ।

তবে গেল ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩০ জন। গত ২৪ ঘণ্টায় ২৬৬ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৮৪ হাজার ৩৯০ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ১২৩টি নমুনা। এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৮৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর