chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে শব্দদূষণ বন্ধে বিভিন্ন গাড়ির ৮৮ হাইড্রোলিক হর্ন জব্দ

 হাটহাজারীতে অভিযান চালিয়ে বিভিন্ন গাড়ি থেকে ৮৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হাটহাজারীর নন্দীর হাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

একই অভিযানে শব্দদূষণ করায় পাঁচটি গাড়িকে মামলা দিয়ে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মুফিদুল আলম।

পাশাপাশি হাটহাজারী এলাকায় অবৈধ পলিথিনের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। এতে তিন মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর গবেষণাগার কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুল হাসান, সহকারী পরিচালক নুর হাসান সজীব, জুনিয়র কেমিস্ট মো. শফিকুল ইসলাম, সহকারী বায়োকেমিস্ট কামাল হোসেন অংশ নেন।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মুফিদুল আলম বলেন, শব্দদূষণ বন্ধে এবং সচেতনতা বাড়াতে পরিবেশ অধিদপ্তর আন্তরিক। এর অংশ হিসেবে বুধবার দুপুরে আমরা হাটহাজারীতে অভিযান চালিয়ে বিভিন্ন বাস-ট্রাক থেকে ৮৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছি। কয়েকটি গাড়িকে জরিমানাও করেছি।

এই বিভাগের আরও খবর