chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

তুরস্কের ইস্তাম্বুলে ভয়াবহ বিস্ফোরণ,বহু হতাহত

ভয়াবহ বিস্ফোরণ কেঁপে উঠল তুরস্কের ইস্তাম্বুল। দুর্ঘটনায় জখমের সংখ্যা একাধিক। চারজন নিহত ও ৩৮ জন আহত হয়েছে বলে খবর। এদিন বিকাল ৪টা ২০ মিনিটে তুর্কির মধ্য ইস্তাম্বুলের তাকসিম এলাকার ব্যস্ত রাস্তায় ঘটনাটি ঘটেছে।

বিস্ফোরণের খবরটি নিশ্চিত করেছেন ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া। খবর বিবিসি ও আল জাজিরার।

ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও যেখানে দেখা যাচ্ছে, অ্যাম্বুলেন্স, দমকলের ইঞ্জিন এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছে। উদ্ধারকার্য শুরু হয়েছে।

পেডেস্ট্রিয়ান ইস্তিকলাল অ্যাভেনিউতে‌ বহু দোকান এবং রেস্তোরাঁ আছে। প্রতিদিনই মানুষের ভিড় দেখা যায়। তবে জানা গিয়েছে, এদিন দুর্ঘটনার সময় অনেক দোকান বন্ধ ছিল।

বিবিসি জানিয়েছে, এ বিস্ফোরণের কারণ বা হতাহতের সংখ্যা সম্পর্কে তুর্কি কর্তৃপক্ষ এখনো কিছু নিশ্চিত করেনি। ইস্তাম্বুলের তাকসিম এলাকায় জরুরি সেবা কর্মীদের ভিড় করতে দেখা গেছে।

ইস্তাম্বুল থেকে আল জাজিরার সিনেম কোসেওগ্লু জানান, এটি একটি আত্মঘাতী বোমা ছিল বলে জোরালো সন্দেহ রয়েছে। তবে এ বিষয়ে আমাদের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই।

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে ঘটনাস্থল থেকে আগুনের লেলিহান শিখা দেখা গেছে। এতে বিকট বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে পথচারীদের পালিয়ে যেতে দেখা গেছে।

অন্যান্য ফুটেজে অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক এবং পুলিশের উপস্থিতি দেখা গেছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলছেন- ওই এলাকার দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।

আল জাজিরার কোসেওগ্লু বলেন, বিস্ফোরণটি ছিল একটি ধাক্কার মতো। কেননা শহরে হামলার বিষয়ে সাম্প্রতিক কোন সতর্কবার্তা ছিল না।

ঘটনাস্থলে উপস্থিত বিবিসি সংবাদদাতা অরলা গেরিন জানিয়েছেন, রাস্তাটি ঘিরে রাখা হয়েছে এবং এর চারপাশে পুলিশের উপস্থিতি ব্যাপক।

হেলিকপ্টারগুলো মাথার উপর দিয়ে চক্কর দিচ্ছে এবং একের পর এক অ্যাম্বুলেন্স আসছে ও যাচ্ছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর