chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এইচএসসি’র চতুর্থ দিনে অনুপস্থিত ২৩৭০ জন, বহিস্কৃত ১

সারা দেশের ন্যায় চট্টগ্রামেও একযোগে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার্থী। নির্ধারিত সূচির চতুর্থ দিনে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন ২ হাজার ৩৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেননি। অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৭০ শতাংশ। পরীক্ষা চলার সময়ে চট্টগ্রাম জেলার নিজামপুর কলেজ কেন্দ্রে মিরসরাইয়ের এক ছাত্র বহিস্কৃত হয়েছেন।

রোববার (১০ নভেম্বর) দুপুওে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বেলা ১১ টায় যথারীতি পরীক্ষা শুরু হয়।

তিনি জানান, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেেেক পরীক্ষা কেন্দ্রে ও এর আশেপাশে বাড়তি নিরপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় ১১১ টি কেন্দ্রে মোট শিক্ষার্থী হলেন ৮৭ হাজার ৮৬১ জন।

এর মধ্যে চট্টগ্রামে ৬৫ হাজার ২৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪ হাজার ২৪১ জন অংশ নেয়। অনুপস্থিত ছিল ১ হাজার ৯৯২ জন। কক্সবাজার জেলায় ১০ হাজার ৪৫৫ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১০ হাজার ২৫৫ জন। অনুপস্থিত ছিল ২০১ জন শিক্ষার্থী।

রাঙ্গামাটি জেলায় ৪ হাজার ৬১৫ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৪ হাজার ৫৫৫ জন। উপস্থিত ছিলেন না ৬১ জন।
এছাড়া খাগড়াছড়ি ২ হাজারা ৯০৫ জনের মধ্যে পরীক্ষা দিয়েছেন ২ হাজার ৫৯৯ জন। পরীক্ষা দেয়নি ৫৪ জন। বান্দরবানের ২ হাজার ৬৫৮ জনের মধ্যে উপস্থিত ছিলেন ২ হাজার ৫৯৯ জন। অনুপস্থিত ছিলেন ৫৯ জন পরীক্ষার্থী।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর