chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাংলাদেশ নয়, পুরো এশিয়াতেই ডেঙ্গু

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন ‘দুর্যোগের সময় বিএনপি মানুষের পাশে দাঁড়ায় না। তারা দুর্যোগের সুযোগে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করে। তারা বাঁকা পথে ক্ষমতা দখল করতে চায়। ‘

শনিবার (১১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ এবং ইউনিয়ন পরিষদের অর্থায়নে একটি অ্যাম্বুল্যান্স উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 

তিনি আরো বলেন, ‘করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে এখন অর্থনৈতিক মন্দা চলছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। এই সময় বিএনপি অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ‘

মন্ত্রী বলেন, ‘বিএনপির ধাপ্পাবাজি মানুষ বুঝে ফেলেছে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জনগণ আবারও নৌকায় মার্কাতেই ভোট দেবে। ‘

ডেঙ্গু সম্পর্কে তিনি বলেন, ‘কেবল বাংলাদেশ নয়, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ পুরো এশিয়াতেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। বাংলাদেশের হাসপাতালে প্রতিদিন গড়ে এক হাজার ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এদের চিকিৎসার কোনো ঘাটতি হয়নি। দুই শর মতো ডেঙ্গু রোগী মারা গেছেন। আগামীতে বৃষ্টি না হলে দেশের ডেঙ্গু রোগ কমে যাবে। তিনি ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিস্কার রাখার আহ্বান করেন। ‘

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন প্রমূখ।

এই বিভাগের আরও খবর