chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাহফিল থেকে বাড়ি ফেরা হলো না ৩ কিশোরের

বরগুনার বেতাগী উপজেলার ঐতিহ্যবাহী মোকামিয়া দরবার শরিফের মাহফিলে গিয়েছিলেন রাব্বি, আরাফাতসহ তিনজন। মাহফিল শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথেই লাশ হয়ে গেলেন তিনজন।

বৃহস্পতিবার রাত ১২ টার দিকে পাশ্ববর্তী খানের হাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন তিন কিশোর।

নিহতরা হলেন- বেতাগীর কাজিরাবাদ ইউনিয়নের কালিকাবাড়ি এলাকার কবির হোসেনের ছেলে ইয়াসিন আরাফাত (১৬), মোকামিয়া ইউনিয়নের বড় মোকামিয়া গ্রামের মো. রফিকের ছেলে রাব্বি মৃধা (১৭)। নিহত অপর কিশোরের নাম ঠিকানা জানা যায়নি।

মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এমনটাই প্রাথমিকভাবে ধারনা করছেন বেতাগী থানার উপ-পরিদর্শক(এসআই) জিহাদ।

নিহত রাব্বির বড় ভাই রাজিব বলেন, ‘বাড়ি থেকে চাচার মোটরসাইকেল নিয়ে মাহফিলে যায় রাব্বি। বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। ওর সঙ্গে বন্ধু ইয়াসিন আরাফাত ছিল বলে জানি। তবে নিহত অপর কিশোর কে তা জানি না।’

ইয়াসিনের নানা খালেক মোল্লা বলেন, আ‘মার নাতি ইয়াসিন ছোট থেকে আমার কাছে বড় হয়েছে। ও আমাকে ছেড়ে এভাবে চলে গেলো।’

বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে এবং সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর কথা রয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর