chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কিডনির সমস্যা করায় ১২ সিরাপ ব্যবহার না করার নির্দেশ

বিদেশি দুটি প্রতিষ্ঠানের ১২টি সিরাপ ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে সরকার। এই সিরাপগুলো ডায়রিয়া ও কিডনি সমস্যায় ফেলতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

ঔষধ প্রশাসন অধিদফতরের পরিচালক মো. আসরাফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার (২ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাপগুলোতে মাত্রাতিরিক্ত পরিমাণে ইথিলিন গ্লাইকল ও ড্রাই ইথিলিনগ্লাইকল পাওয়া যাচ্ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) র‌্যাপিড অ্যালার্ট টিম অবগত করেছে।

যেসব ৩টি বিদেশী প্রতিষ্ঠানের সিরাপের বিষয়ে রেড অ্যালার্ট করা হয়েছে তা হলো-

পিটি কোনিমিক্সের প্যারাসিটামল ১৬০ এমজি, পিটি এয়ারিন্ড ফার্মাটিমার প্যারাসিটামল ১২০ এমজি, চলোরপিনিরামি মেলঅ্যাড ০.৫ এমজি, সিউডোহিডিরিন এইচসিআই ৭.৫ এমজি, ডেস্কট্রোমেথহোরহান এইচবিআর ৫ এমজি, ইউনির্ভাসেল ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রির প্যারাসিটামল ১২০ এমজি, গাইফেনসিন ২৫ এমজি, চলোরফিহেন ইরামিন মেলঅ্যাট এক এমজি, প্যারাসিটামল ১২০ এমজি, প্যারিসিটামল ১০০ এমজি।

নচ/চখ

 

এই বিভাগের আরও খবর