chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইউক্রেনের ১ কোটি ৪০ লাখ মানুষ রুশ আগ্রাসনে বাস্তুচ্যুত: জাতিসংঘ

ইউক্রেনের ১ কোটি ৪০ লাখ মানুষ রুশ আগ্রাসনের এখন পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি।

গতকাল বুধবার ( ২ নভেম্বর) নিরাপত্তা পরিষদের গ্র্যান্ডি বলেন, ‘রাশিয়ার ইউক্রেন আগ্রাসনে বিশ্ব কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ও দ্রুত বাস্তুচ্যুত হওয়ার ঘটনা প্রত্যক্ষ করেছে। ২৪ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ মানুষ বাস্তচ্যুত হয়েছে।’

জাতিসংঘের শরষণার্থী কমিশনের প্রধান আরও সতর্ক করেছেন যে, সামনের শীতে সবচেয়ে কঠিন অবস্থার মধ্য দিয়ে যাবে ইউক্রেন।

তিনি বলেন, ‘মানবিক সাহায্য দেওয়া সংস্থাগুলো নাটকীয়ভাবে তাদের কার্যক্রম বাড়িয়েছে। তবে আরও বেশি কাজ করতে হবে। এই কাণ্ডজ্ঞানহীন যুদ্ধের শেষ করতে উদ্যোগ নেওয়া জরুরি।’

বেসামরিক স্থাপনায় হামলা চালানোয় মানবিক সহায়তার চাহিদা আরও বাড়ছে বলেও জানিয়েছে শরণার্থী কমিশন।

সূত্র: ডি ডব্লিউ

মআ/চখ

 

এই বিভাগের আরও খবর