chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আট লাখ টন ধান-চাল কিনবে সরকার

চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে আট লাখ টন ধান ও চাল কিনবে সরকার। প্রতি কেজি চাল ৪২ ও ধান ২৮ টাকা দরে কেনা হবে।

আজ মঙ্গলবার (১ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় কৃষি, বাণিজ্য, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, আমন মৌসুমে ৫ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল কেনার সিদ্ধান্ত হয়েছে। প্রতি কেজি ৪২ টাকা দরে এ চাল কেনা হবে। গত বছর যার দাম ছিল ৪০ টাকা দরে।

এ বছর ২৮ টাকা কেজি দরে ধান সংগ্রহ করা হবে ৩ লাখ মেট্রিক টন। গত বছর যার দর ছিল ২৭ টাকা। আগামী ১০ নভেম্বরের মধ্যে এ অভিযান শুরু হবে বলেও জানান মন্ত্রী।

সভায় খাদ্যমন্ত্রী জানান, ওএমএস এর আটা বিক্রির কোন সিদ্ধান্ত হয়নি। কৃষকের স্বার্থ রক্ষা করেই দাম নির্ধারণ করা হয়েছে। চাল ও ধানের দাম ধরা হয়েছে মূল খরচের থেকে দেড় থেকে দুই টাকা বেশি। অর্থাৎ চালের দাম ধরা হয়েছে ৪২ টাকা। যদিও খরচ পড়বে ৪০ টাকা।

চলতি অর্থবছরে সারে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি জানান, গত অর্থবছরে যা ছিলো ২৮ হাজার কোটি এবং তার আগের বছর ছিল ৮ হাজার কোটি টাকা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর