chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি

ফেনীর সোনাগাজীতে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির পর মালিক অর্জুন চন্দ্র ভাদুরী (৫২)কে কুপিয়ে তার দোকান থেকে ৮০ লাখ টাকার স্বর্ণ লুট করেছে ডাকাতরা। আহত দোকানীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের জমাদার বাজারে এ ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় ডাকাতদের ছোড়া হাতবোমায় শহীদুল ইসলাম (৫৫) নামে স্থানীয় এক বাসিন্দাও আহত হয়েছেন। তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ২টার দিকে ছয়-সাতজনের একটি ডাকাত দল দুটি মোটরসাইকেল নিয়ে জমাদার বাজারের অর্জুন চন্দ্র বাদুরীর দোকানের সামনে আসে।

এ সময় সড়কে বেশ কয়েকটি হাত বোমা বিস্ফোরণ ঘটিয়ে তারা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা অর্জুন চন্দ্রকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকানে থাকা স্বর্ণালংকার লুট করে। বাধা দেওয়ায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে অর্জুনের মাথায় ও হাতে আঘাত করে।

চলে যাওয়ার সময় ডাকাতেরা আবারও বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে মোটারসাইকেল নিয়ে পালিয়ে যায়।

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, বিষয়টি জানার পর ফেনীর পুলিশ সুপার জাকির হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন।

বাজারের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর