chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাড়িওয়ালাকে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ ইমতিয়াজুল হক হত্যা মামলায় আসামি মো. কালুকে (৩০) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (৩০ অক্টোবর) দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ আমিরুল ইসলামের আদালতে এ রায় দেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আসামি কালু, একই থানার রৌফবাদ কলোনির ইকবালের ভাড়া ঘরের শমসের আলীর ছেলে।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১২ সালের ১৮ ফেব্রুয়ারি নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফবাদ কলোনির সমাজ সেবা রোডের বাবুলের দোকনের সামনে ইমতিয়াজুল হক প্রকাশ পনিকে ছুরি দিয়ে হত্যা করে মো. কালু। এ ঘটনায় ইমতিয়াজুলের মা সালমা বেগম নগরের বায়েজিদ বোস্তামী থানায় কালুকে আসামি করে মামলা করেন। ২০১৩ সালের ২৮ মার্চ কালুকে আসামিকে আদালতে অভিযোগপত্র জমা দেন পুলিশ। ২০১৪ সালের ২৬ জানুয়ারি আসামি মো. কালুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আদালতে ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. নাঈম হোসেন বলেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি মো.কালুকে দণ্ডবিধি ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এই বিভাগের আরও খবর