chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্বকাপে ফের অঘটন: পাকিস্তানকে হারাল জিম্বাবুয়ে

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে ফের অঘটন ঘটেছে। এবার জিম্বাবুয়ের শিকার হলেন পাকিস্তান। জিম্বাবুয়ের বোলার ব্রাড ইভান্সের ম্যাজিকের সাথে উইকেটকিপার রেজিস চাকাভার দৃঢ়তায় শেষ বলের নাটকীয়তায় ১ রানের জয় পেয়েছে জিম্বাবুয়ে।

এই হারে সেমিফাইনালের স্বপ্নও অনেকটা ফিকে হয়ে গেল বাবর-রিজওয়ানদের। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করে জিম্বাবুয়ে।

লক্ষ্য তাড়ায় নেমে পাকিস্তানের শুরুটা হয়েছিল বেশ বাজে। তবে শান মাসুদ একাই টেনে নিয়ে যান দলকে। শেষদিকে মোহাম্মদ নেওয়াজ দলকে জয়ের একদম কাছাকাছি নিয়ে যান।

শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১১ রান। প্রথম দুই বলে ৭ রান নিয়ে এগিয়েও ছিল। তবে শেষ ওভারের পঞ্চম বলে উইকেট হারালে জয় থেকে পাকিস্তান তখনও ৩ রান দূরে।

শেষ বলে শাহীন আফ্রিদি-মোহাম্মদ ওয়াসিম নিতে পারেননি ১ রানের বেশি। নির্ধারিত সময়ে ৮ উইকেটে ১২৯ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস। ফলে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে প্রথম জয় পায় ডেভিড হটনের শিষ্যরা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর