chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুই ঘণ্টা পর সচল হলো হোয়াটসঅ্যাপ

প্রায় দুই ঘণ্টা পর ফের সচল হলো হোয়াটসঅ্যাপ। যদিও এই মেসেজিং অ্যাপে এখনো কিছু সমস্যা রয়ে গেছে বলে জানাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা। মালিক প্রতিষ্ঠান মেটা বলছে, সমস্যা সমাধানে কাজ চলছে।

মঙ্গলবার বাংলাদেশ বিকেল ৩ টার কিছু আগে থেকে ধীরে ধীরে কার্যকর হতে শুরু করে হোয়াটসঅ্যাপ।

তবে ব্যবহারকারীরা বলছেন, এখনো হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপ্লিকেশন এখনো ঠিকমতো কাজ করছে না। মোবাইল অ্যাপে বার্তা পাঠানো ও গ্রহণ করা যাচ্ছে।

 

কোনো কোনো ব্যবহারকারী বলছেন, বার্তা পাঠানো গেলেও কিছু কিছু ক্ষেত্রে মোবাইল অ্যাপও নিখুঁতভাবে কাজ করছে না।
সংবাদমাধ্যম স্কাই নিউজের খবরে বলা হয়েছে, আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে হোয়াটসঅ্যাপে বিভ্রাট দেখা দেয়। সার্ভারের কার্যকারিতা বিষয়ক ওয়েবসাইট ডাউন ডিটেক্টর বলছে, ওই সময় থেকে হোয়াটসঅ্যাপের সার্ভার কাজ না করার রিপোর্ট আসতে থাকে।

এই বিভাগের আরও খবর