chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঘূর্ণিঝড়ে সুরক্ষিত থাকতে আগাম প্রস্তুতি নেবেন যেভাবে

প্রকৃতিসৃষ্ট এসব দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে সবাইকে। তাই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পরপরই কয়েকটি কাজ সম্পন্ন করুন, তাহলে সুরক্ষিত থাকতে পারবেন-

  • বাড়িতে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম যেমন- ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক প্রভৃতি রাখুন।
  • ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে অথবা অন্য কোথাও আশ্রয় নিতে যাওয়ার সময় সঙ্গে কী কী নেবেন সেই তালিকা আগেই করে রাখুন।
  •  মূল্যবান কাগজপত্র, গয়না কিংবা টাকা-পয়সা ঘরের মধ্যে অথবা বাড়ির কোনো নির্দিষ্ট জায়গায় পাকা গর্ত করে রাখুন।
  •  ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসেবে শুকনো খাবার সংরক্ষণ করে রাখুন। চিড়া, মুড়ি, বিস্কুট ইত্যাদি সংরক্ষণ করে রাখুন আগেই।
  •  নোংরা পানি কীভাবে ফিটকিরি ও ফিল্টার দ্বারা খাবার ও ব্যবহারের উপযোগী করা যায় সে বিষয়ে পরিবারের সবাইকে প্রশিক্ষণ দিন।
  • ঘূর্ণিঝড়ের আগে মোবাইল ফোন এমনকি ল্যাপটপও ফুল চার্ট দিয়ে রাখুন। কারণ ঘূর্ণিঝড়ের পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
  • ঝড়ের সময় বড় ড্রাম কিংবা বালতিতে যতটা সম্ভব পানি ধরে রাখুন। কারণ ঘূর্ণিঝড়ের পরে পানির লাইনও সাময়িক বন্ধ থাকতে পারে।
  •  হাতের কাছে পর্যাপ্ত মোমবাতি, গ্যাস লাইট ইত্যাদি রাখুন। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেলে বাড়ির সমস্ত বৈদ্যুতিক সামগ্রী থেকে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করুন।
  •  ঘূণিঝড়ের সংবাদ জানার চেষ্টা করুন।

মআ/চখ